মায়ের কোলের মতো – আহমেত কামাল
চিন্তামগ্ন
ডালে পেঁচিয়ে আছে দিনের রোদ। যৌনচর্চা করছে
ভোরের শালিক।
ঝিমধরা বাড়িময়
যেন
বিগত আত্মার বিলাপ।
আমি ছাড়া কেউ তেমনটা ভাবে না, লাউয়ের ডগা বেড়ে ওঠা
কিংবা পুঁইলতার
বাধ্যতামূলক নীচে পড়ে যাওয়া।
সাদা ভাতের গন্ধে বিভোর সবাই। কেউ ভাবে না
আহমেতের
দূরবর্তী অাঙুল পরশ।
তবুও তাকিয়ে থাকি
উঠোনের কোণে স্বর্নলাতার দিকে___
ও যদি ম্যা ম্যা ক’রে একটা কোল এনে দেয় ঠিক মায়ের
মতোন।
দৌঁড়ে এসে
গোণা শুরু করে দিব আমার ফেলে আসা দিন।
Subscribe
Login
0 Comments
Oldest