কবুল নামা
কবুলনামা
যে গান রাতের সেই গানই শোনাব
আজ কলাবতি রাগে,
যে খঞ্জনা পাখি হয়ে তুমি ঘরে ফিরে এসেছ সন্ধ্যার অস্তরাগে, সেই পাখিটারই আজ চন্দ্রস্নান হবে কেতকী সুবাস ফাগে।
চিত্রা অরুন্ধতী স্বাতী’রা নেমে এসে আজ
রাত্রিকে করবে জ্যোতির্ময়,
মেঘে’রা জল হয়ে ঝরে পড়ে পুণ্য করবে আমাদের প্রণয়।
তোমার নাকে পরাব আজ রক্তকুঁচের নাকফুল,
যদি অন্ধকার জড়িয়ে ধরে,
তারপরও বলব- এসো, ভালোবাসা করো কবুল।
~ কোয়েল তালুকদার
Subscribe
Login
0 Comments
Oldest