করোনা ও মানবতা
চারিদিকে দুঃখের ছড়াছড়ি
বিষাদ করিয়াছে ভর
মানুষ সব লয়ে আছে ঘর,
কেহ আপন কে করিয়াছে পর।
ভয়তে করিয়া ভর
পুত্র করিয়াছে পর জননী,
অরণ্যে ফেলিয়া তাহারে
ঘরেতে কাটাইছে রজনী।
অবাধ এ মিছিলের তরে
কফিনে কফিনে প্রান্তর হেন পূর্ণ।
বৃথা যেন সব অর্থ কড়ি আজি,
প্রাচুর্যের দেয়াল ভাঙ্গিয়া হল চূর্ণ।
বিশ্ব আজি তোলপাড়
খুঁজিয়া উত্তরণ..
তাহাতে আছে মুক্তি যদি,
তবে রুখাও বিচরণ।
রাজা,প্রজা কেহ নাহি পায় মুক্তি
তবু অন্ধ জনা আছে কিছু,
ছিনাইতে অসহায়ের ত্রাণ-
দাপায়ে বেড়াইছে পিছু পিছু!
করোনা কাউকে করেনি করুণা
দেখায়েছে সাম্য, হেন উদারতা!
হেথায় কেন হল তবে কলুষিত,
মানবতা নামের এ সভ্যতা?
মুক্তি সে তো আসবেই একদিন
মানবতা করোনাকে করিবে জয়,
কেটে যাবে সব বিষাদের ছায়া
দূরে পালাইবে সকল ভয়।
(৫ই বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ)