কষ্ট
কোনো এক কবিয়ত্রী’র তুচ্ছ হৃদয়খানি পুড়িয়ে
মৌসুমী বাতাস কী তার কমরেডকে নিয়ে গেল উড়িয়ে?
কে বলবে ওরা ঢুকেছে পরস্পরের কতটা ভিতরে!
কত কথা ওদের নিয়ে বলে লোকজন উঁচু ও ইতরে।
সেই কবে থেকে শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর কাছে বারবার হেরে,
অখ্যাত কবিয়ত্রী’র দুঃখকষ্ট অসহ্য হয়ে যায় বেড়ে।
অসহায় হয়ে সে লেখে অনর্গল কষ্টজাত অশ্রুভেজা শ্লোক
কে জানে, উল্টে দেখবে কী না একটিও দরদী পাঠক।
Subscribe
Login
0 Comments
Oldest