কিছু কবিতার নাম লিখতে নেই
কিছু কবিতার নাম থাকলেও লিখতে নেই
নিদারুণ অভিমান করার জন্য ,
তাঁরে কখনোই ভোলা যায় না
কথা তো বহু দূরের কথা
যতটা অনুভব মিলিয়ে গেলে পাওয়া যায় কিছু
তার চেয়েও বেশি দীর্ঘ কিছু আমি জীবনে ধারণ করেছি তাঁরই মননে।
কিছু কবিতা তবুও কবিতা
উৎসবের আমেজ বিরাজ করছে চারিদিকে
শুধু নেহাত নক্ষত্রের পতনে।
Subscribe
Login
0 Comments
Oldest