গ্রাহী নিরুৎসুক
এখন মৃদু আলোও চোঁখে ঘা লাগে,
বিরক্ত লাগে।
প্রত্যাশা পুরনের ব্যর্থতায় ব্যাপৃত পাইবার যোগ্যতা হয়েছে অর্জন;
যার ফল,
অন্ধকারের সহিত ঘনিষ্ঠ বন্ধুত্ব;
অন্তরঙ্গ সম্পর্ক।
আকস্মিক তীব্র আকর্ষণ?
না।
গ্রাহী নিরুৎসুক।
অদৃশ্য অনুভূতির স্থায়ী খুঁটির পরিচর্যা করতে গিয়ে বিনিময়ে আয়;
প্রচণ্ড চাপা সুক্ষ যন্ত্রণা।
নির্লোভ বাসনার প্রতিকুলে বিক্ষিপ্ত উপহাস।
শুণ্যতার স্থলে শুণ্যতায় আরও শুণ্য।
___
কবিয়াল২৪.কম/ মঙ্গলবার, জুলাই ০৭, ২০২০
বিষাক্ত ভাবনা/ISBN: 978-984-35-6430-6
Subscribe
Login
0 Comments
Oldest