চলছে জীবন!
লাত্থি দিলে কেউ আমাকে
দিচ্ছি আমি তার পাছায়,
ধাক্কা দিলে বলছি রেগে
আজকে তোরে কে বাঁচায়।
এই কি জীবন! রাত্রে দাবি
সকাল হলেই ভাঙছি চাবি
এমনি ভাবেই চলছে জীবন
ধড়ফড়িয়ে রোজ খাঁচায়।
অবসরে? ঢের ভাবি তাই
আড়াল থেকে কে নাচায়!
Subscribe
Login
2 Comments
Oldest