ছোট কথা !
শুকনা কাঠ জ্বলে, দেহ দেহ করি জিহ্বা জ্বলে, দেহ জ্বলে আর
অর্থ জ্বলে, কাম জ্বলে, ধর্ম কর্ম জ্বলে গিয়ে ঠান্ডা হলে বিষন্ন অঙ্গার !
তবু প্রেম, শুধু তুই থাক,
কোথাও নিঃশ্বাসে প্রেম বিন্দুতে সিন্ধু রয়ে যাক।
ভালোবেসে বুঝি,
ঈশ্বর বেঁচেছে মরে, নিজের সৃষ্টিতে প্রেম খুঁজি !
Subscribe
Login
2 Comments
Oldest