জনসংখ্যার বিরুদ্ধে কলম
আমি চাই যুদ্ধ হোক
যুদ্ধ হোক মানুষে মানুষে টিকে থাকাই
লেখার কলম আনুক শান্তির বাণী
তবুও যুদ্ধ হোক জনসংখ্যার বিরুদ্ধে;
একদিন পৃথিবী ধ্বংস হবে মানুষের চাপে
অপরাধপ্রবণতা বাড়বে আর শুরু হবে গৃহযুদ্ধ
হয়তো আগামীতে বা অন্য কোনো এক যুগে-
ঠিক এখান থেকে উঠে এসে,যদি পড়ি
অন্যযুগের মানুষের অত্যাচারে।
সব নতুন প্রকল্প আসছে
তবে কেন আসছে না!
জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রকল্প,
তবে আনা হোক সরকারের বিরুদ্ধে আন্দোলন
আসুক একনায়কতন্ত্র শাসনব্যবস্থা:-
আমি চাই যুদ্ধ হোক
যুদ্ধ হোক মানুষে মানুষে টিকে থাকাই,
তারপর কয়েক যুগ পর সব শান্ত
প্রকৃতি নীরবের আলোতে ভরে উঠুক চিরকাল।
একটা সময় আসবে তখন শত প্রচেষ্টা ব্যর্থ হবে
আমি চিরতরে দূরে রয়ে যাবো যেদিন
সেদিন যুদ্ধ হবে রক্তের বাণীতে
জনসংখ্যা মৃত হবে কলমের ধারে।।