ডাকচিঠি-৪৫
কিছু বলতে চাইনা কিছু লিখতে চাই না
কোথাও কেউ নেই আমার
আছে শুধু সময়ের অপেক্ষা
হাজারো বিরহ ভরা পুরুষের হৃদয় শুকিয়ে গেলেও
পৃথিবীর সবচেয়ে দামী সত্য এটাই….
মিথ্যা উপন্যাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছে কেউ
আমি পৃথিবীর সীমা ছাড়িয়ে নতুন পৃথিবীতে এসেছি
সে পৃথিবী এই পৃথিবীর মতো নয়।
ধুলো ভরা মেঠো পথে ঘুরেছি
কেউ কোথাও নেই রাত্রি নেমেছে চতুর্দিকে
এখন সবাইকে বুঝিয়ে দিতে হয় অপমানের বদলা অপমান দিয়ে নয়
হাজারো উচ্চ কিছু উন্নতি ঘটিয়ে দেখিয়ে দিতে হয়।
শিখেছি বহু কিছু যা শেখার ইচ্ছে ছিলনা কভু
এখন তো মানচিত্রের শিরা উপশিরার জীবনী লিখে
বাঁচতে শিখেছি প্রকৃতির পরিবর্তনে।।
Subscribe
Login
0 Comments
Oldest