তাদের আছে পঙ্গপাল
এই গেরামের আমিই মাথা
শুনতে হবে সব আমার কথা
বিরুদ্ধাচরণ যদি করো কেউ
লেলিয়ে দেবো কুকুর, করবে ঘেউঘেউ।
বাড়িঘর করে ভাংচুর, উড়িয়ে দেবো হাওয়ায়
ঘাড় ধাক্কা মেরে বের করে দেবো হতে প্রার্থনায়।
আমাকে ক্ষেপাতে আসিস-নে, যদি যাই ক্ষেপে
আমার উত্তরসূরী হায়েনার মতো পড়বে ঝেঁপে।
আমি হলেম এই গেরামের মোড়ল
মানতে হবে সব যদিও করি অন্যায় অবিচার।
মাটি দ্যাবো না দিতে কবর, কেউ রাখবে না তোর খবর
ফাটিয়ে দেবো নিতম্ব, নাদুসনুদুস মোড়ল আমি, ছড়িয়ে যাবে আতঙ্ক।
নামের আগে লিখে হাজী, হাজী তো নই একদম পাজি
মেল মিটিং-এ বসে করেন কারসাজি।
তাদের আছে পঙ্গপাল, লেলিয়ে দেয় পিছে —
বলছি আমি সত্য কথা, একটিও নয়কো মিছে।
বাহুবলে ঘাড়ধাক্কা মেরে ঠেলে ফেলে দেয় নিচে
গাঁয়ের মাটি অতিশক্ত থেঁতলে যায় হাত –
বহুদিন ধরে সেই হাতে খেতে পারেনি ভাত
অতি কষ্টে কেটেছে নির্ধন নাজিমউদ্দীনের প্রতিটি রাত।
কতশত নাজিমউদ্দীন কতশত মোড়লের খাচ্ছে মার
জিন্দা লাশের মতো জীবন করছে পার –
কবে আসবে ফিরে সেইদিন, নাজিমউদ্দীনেরা পরম সুখে যাবে নিন্দ্
আসুক ফিরে এমন দিন, বুক ফুলিয়ে চলুক পথ।
১৩/০৯/২০২২ইং, সৌদি আরব