তাহলে এতো ভালোবাসলাম কেনো?

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

তোমার জন্য যদি সহস্র কবিতা না লিখতে পারি —
তবে এ কেমন ভালোবাসা?
সে কবিতাগুলো যদি শুধু তোমাকে নিয়ে না লিখতে পারি—–
তবে এ কেমন ভালোবাসা ?
যদি আমার প্রতিটি মুহূর্তে তোমাকে অনুভবে আনতে না পারি —-
তাহলে ভালোবাসলাম কেনো?
যদি ইনবক্সে থাকার সময় তোমার গন্ধ অনুভব করতে না পারি—-
তাহলে এ আমার কেমন টান?
তুমি অভিমানী হয়ে বলবে-” আমি ভালোবাসি না। ”
আর আমি যদি তা সহজে মেনেই নিলাম-
তাহলে ভালোবাসলাম কেনো?
আমার জানালা দিয়ে রোদ্দুর এসে পড়বে,
আমি সেই রোদ্দুর কে আদুরে রোদ্দুর নামে যদি না ডাকতে পারি –
তাহলে এতো ভালোবাসলাম কেনো?
তুমি যখন অভিমান করবে কিম্বা যখন তোমার মনের আকাশ কুয়াশার ঘেরাটোপে আবদ্ধ থাকবে,
তখন আমি কবিতা লিখে তোমার অভিমান যদি গলিয়ে দিতে না পারি-
তাহলে এত্তো ভালোবাসলাম কেনো ?

0

Publication author

offline 4 months

উত্তম সাহু

0
বর্তমানে বাঁকুড়া জেলার খাতড়া তে একটি বিদ্যালয়ের গণিতের শিক্ষক হিসেবে কর্মরত।
Comments: 0Publics: 10Registration: 14-07-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।