তিনিই আমার মা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

চমকে
উঠেছিলো চিৎকারে
জন্মদাত্রী জননীর অন্তরে
জন্মেছিলাম যখন আঁতুড় ঘরে,
মায়ের চোখে সুখেরই অশ্রু ঝরে;
তিনিই আমার মা জন্মেছিলাম যার অন্দরে।

দশমাস
দশদিন ধরে
লালন করেছিলো জঠরে
সকল যাতনা সয়েছিলো অকাতরে,
ধরণীর আলো দেখিয়েছিলো নয়ন ভরে;
তিনিই আমার মা বেড়েছিলাম যার আদরে।

কখনো
ব্যথা পেলে
আদরে নিতো তুলে
হাত বুলাতো খেলারই ছলে,
পরীদের গান শুনাতো দোলনার দোলে;
তিনিই আমার মা জন্মেছিলাম যার কোলে।

রাখেনি
কেউ আমায়
তাঁরই মতো মমতায়
উষ্ণতার আঁচলে বুকেরই পিঞ্জিরায়,
জন্মাবধি রেখেছেন নিরন্তর আনন্দ ধারায়;
তিনিই আমার মা নির্মলতা যার ভালোবাসায়।

0

Publication author

1
জন্ম ২০শে আগস্ট ১৯৭৪ সালে বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। লেখালেখির জীবন শুরু ছোটবেলা থেকেই। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর ও ছন্দামৃত ৩টি স্বতন্ত্র পদ্ধতিতে কাব্য লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
Comments: 33Publics: 108Registration: 29-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।