তুমি মনে রাখো নি
আজ থেকে বহু বছর আগে
বহু বহু বছর আগে
তুমি আমায় বলেছিলে ভালোবাসো।
তারপরে আরও বহু বছর কেটে গিয়ে আজকের দিন এসেছে
এখন আর তোমার মনে নেই আমায় ভালোবাসার কথা
কিন্তু আমার মনে আছে।
ওটা ছিল আমাদের গত জন্মের কথা
আর এটা এ জন্মের।
আমরা আগেও ছিলাম মানুষ
এখনও আছি মানুষ হয়ে
তফাৎটা হল
আমি আমার গত জন্মের কথা ঠিকই রেখেছি মনে
কিন্তু তুমি মনে রাখো নি।
—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
Subscribe
Login
0 Comments
Oldest