তুমি সুন্দর
মানায় না আর সুন্দর কথা
আমার মুখের পরে,
আমার ঘরের ভাঙা ছাউনিতে
কেবা থাকে নির্ঝরে।
বলতে গেলেই উত্সাহ নেই
পেঁচিয়ে জড়াও কথা,
আমার সকল সৃষ্টির পাতা
তাই ফেলো যথা তথা।
তুমি সুন্দর তাই বলে আর
আমায় করো ঘৃনা,
তোমার মনের জমিনের কাছে
আর থাকি তুমি বিনা।
জানি আমি জানি তুমি সুন্দর
সুন্দর এই ধরা,
আমার নয়নে তুলনায় ভরে
তুমি তুলনায় খরা।
তুমি সুন্দর ফুল সুন্দর
সুন্দর নীলাকাশ,
তোমার পায়ের সচ্ছ পাতায়
সুন্দর ইতিহাস।
Subscribe
Login
0 Comments
Oldest