নারী
এক দিন তুমি ছিলে লজ্জাবতী পাতা
আদম শরীর জরিয়ে হলে আজ বৃক্ষলতা।
শীতল ছায়া নদীর পথে
কলসি কাকে, কাঁকন হাতে
নুপুর বাজে পায়ের তালে
চলছে নারী নদীর ধারে।
সবার কন্ঠস্বরে আজ নারী স্বাধীন
চারদেয়ালে আজও বন্ধি বহুনারী জীবন,
আমার চোখে হয়নি স্বাধীন
আজও পরাধীন।
যৌবনে নারীর মূল্য
হয় যে সোনা তুল্য,
নারীর পরশে পুরুষ জীবন ধন্য
তাকে ছাড়া হয় না পরিপূর্ণ ।
নারীর দুঃখ কষ্টে হয় না কেউ ভাগীদার
শূন্য করে জীবন প্রদীপ
করে হা হা কার।
পুরুষের মুঠোয় বন্দি ব’লে
যখন তখন ছোটো করে
নিজেকে বড় মনে করে।
স্বাধীন দেশে আজও অত্যাচারিত
নারী হয়ে জম্মােছি বলে,
স্বামীর সেবায় জীবন কাটিয়ে বৃদ্ধকালে হয় একাকার,
নারী জাতি অপবিত্র নয়
যার ভিতরে মানুষ হয়।