নিখাদ ভালবাসা চাই

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

নিখাদ ভালবাসা চাই

 

এই শহরের অভিবাসি আমি

বড় কষ্টে আছি একা।

দিনে দুপুরেই আমার

ঝুকি নিয়ে পথে চলাচল,

যানজট কোলাহল।

কখন কি ঘটে যায়

দিন কাটে আশঙ্কায়।

 

এই বুঝি বেঁচে গেলাম

বাস চাপা থেকে।

রাত কাটে আতঙ্কে।

মাঝ রাতে ঘুম ভেঙ্গে যায়

দুঃস্বপ্নে। ঘুম ভেঙ্গে দেখি,

যেন আগুনে ঝলসে গেছি;

ঘামে ভিজা শরীর

কাঁপে নিশব্দে, অযত্নে।

 

এখানে রাতের হাতিরঝিল,

লাল নীল সবুজের আলো ঝিলমিল।

এখানে বখাটে বালক

দিনের আলোয় বিলি করে

সুলভ প্রেম। মধ্যরাতে

সুখটানে ব্যস্ত গাঁজা সেবী,

হাড়গিলে ছিনতাইকারী।

 

এখানে রাতের প্রজাপতি,

আবিরে পরাগে মাতামাতি।

খুঁজে রমণ বিলাস উম,

চলে নষ্ট প্রেমের ধুম।

চলে পোস্ত দানার মাদকতা মত্ত,

নিশুতি রাতের ইতর ভ্র‌ুনে শিক্ত।

 

এখানে ইয়াবা নেশায় বুঁদ

বড় অদ্ভুদ! অভিজাত তরুণ তরুণী।

নেশা করে পার্ক বেঞ্চের চিপায় চাপায়,

চলে আলোছায়া কনসার্ট,

চলে ভাড়াটে প্রেমের মধু আহরণ।

 

এখানে ভ্যালেন্টাইন ডে যেন রঙ্গণ,

চলে কৈশোর প্রেমের নির্জলা আলিঙ্গন।

রমণা পার্ক, বোটানিক্যাল গার্ডেন

শিশুপার্ক এমনকি চন্দ্রিমা উদ্যাণ।

ভর দুপুরেই কিশোর কিশোরী সব

মত্ত, প্রজাপতি প্রেমের রাস উৎসব।

 

এখানে বৈশাখী বর্ষবরণ, চলে বস্ত্র হরণ

এখানে তরুণ্যে ভাসে প্রেমের সহমরণ।

এই শহরের অভিবাসি আমি বড় কষ্টে

আছি একা। চাইনা ওসব কপট প্রেম

খুঁজে ফিরি নিখাদ ভালবাসা।

 

0

Publication author

offline 2 years

Md. Moktarul Alam

0
NGO Worker
Comments: 0Publics: 43Registration: 20-10-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।