পাথরচাপা জলে
পাথরচাপা জলে
আহমেত কামাল
আর কখনও কি মনে করেছিলে রেখে যাওয়া দিন কিংবা ডালিম ছোঁয়া রোদ ?
আমি এখনও হাঁটছি,,সেই পাথরের নিচে আটকে
থাকা জলের দুঃখ নিয়ে। এবং যদ্দুর পারি
দেখছি,, দেখা হয়ে আসা দিন।
কোথাও রঙ নেই! একেক’টা দিন আসে মাথাহীন
মাছের বিলাপ আর আহত কুকুরের কান্নায় ভরে করে।
সেইযে,একদিন চৈত্রের কথা বলেছিলে? যখন
পাখিগুলো, শূন্যতার দিকে ফিরছিলো তাদের
তাদের সমস্ত ছায়া গুছিয়ে,,,,
পাখিগুলো কী আর ফিরেছিলো?
নাকি ওরাও
অপেক্ষায় অপেক্ষায় উপেক্ষিত কারো চরিত্রে!
সবদেখা শেষে- আমিও আমাকেও প্রোথিত করে দিয়েছি
পাথরচাপা জলে। ভেঙ্গেচুরে,,
Subscribe
Login
0 Comments
Oldest