পুরাতন বছর
পুরাতন বছর,,,,,,,
তোমার সাথে এবার বাঁধন টুটি
শত শত কাজ হল তোমার সাঙ্গ,
এবার তুমি নাও গো তবে ছুটি
তোমার যত অশান্ত দূর্ভোগ ছাড়ি,
ভালো কিছু সাথে নিয়ে মোরা——
নতুন বছরে দিলাম পাড়ি ।
নতুনের সাথেই একটি বছর চলব মোরা
আশার আলো অন্তরেতে থাকবে ধরা
তোমার থেকে যত পাওয়া না পাওয়া
না ভুলে তা থাকবে স্মরণ——
এসো এবার মোদের সাথে এসো
নতুন বছরকে তুমিও কর বরণ।।
বৃষ্টি
Subscribe
Login
0 Comments
Oldest