প্রকৃতির মুখোশ
পৃথিবী আজ মুখ ঢেকেছে মুখোশে
বিশ্ব পারাপার
সন্ত্রস্ত্র ভীত আকাশ জুড়ে নেমেছে
অমানিশা অন্ধকার
শুধু ধিকি ধিকি জ্বলছে আলো
বিদগ্ধ চিতা
এ কোন পাপের শাস্তি দিচ্ছো
হে বিশ্ব পিতা
এর থেকে নেই কি নিষ্কৃতি নেই কি
কোন প্রতিকার
হাতে হাত রেখে বন্ধু একসাথে কতো
পথ দিয়েছিলাম পাড়ি
বন্ধু আমার দেয় না যে হাত দেয় না
সেও করল আড়ি
গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত প্রকৃতি সজীব
বোঝা যায় না কিছু আর
অজানা এক মারণ বিষে বদ্ধ যে জীব
বদ্ধ সবার দ্বার
হে জনম পিতা জন্মদাত্রী
বিশ্বজনীন ধরিত্রী
নেই যে কর্ম ধর্ম সংকটে আজ
পরাজিত সংস্কৃতি
নিদারুণ অর্থকষ্টে দেশ এখন
গভীর সংকটময়
ক্ষুধার রাজ্যে পৃথিবী যেন
হতবাক বিপন্নতায়।।
কলমে : অমর শ্রীমানী