বর্ষার আলিঙ্গনে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

মেঘলা
দিনের পবনে
ভাবো যদি আনমনে
নেমে এসো দেবদারুর বনে,
বৃষ্টির ধারায় শীতল হবো দুজনে;
বাদল দিনের মাতাল করা মধুর আলিঙ্গনে।

লুকোচুরি
খেলবো দুজন
মাতাবো দেবদারুর বন
ভরিয়ে নিবো শূন্যতারই মন,
ধেয়ে আসুক যতোই মাতাল পবন;
আমরা করবো অনন্ত প্রেমের বীজ বপন।

সুখেরই
ভেজা বর্ষায়
অন্তর যদি চায়
নেমে এসো বৃষ্টির ধারায়,
শত রূপে শতবার দেখবো তোমায়;
সঞ্চিত প্রেম বিলিয়ে দিবো হৃদয়ের আঙিনায়।

বৃষ্টির
নৃত্যের তালে
অধর ছোঁয়াবো গালে
অনুভূতির তপ্ত নেশায় হারালে,
জড়াবো তোমায় উষ্ণ প্রেমের ইন্দ্রজালে;
আলিঙ্গনে হারাবো দুজন স্বর্গ সুখের অন্তরালে।

0

Publication author

1
জন্ম ২০শে আগস্ট ১৯৭৪ সালে বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। লেখালেখির জীবন শুরু ছোটবেলা থেকেই। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর ও ছন্দামৃত ৩টি স্বতন্ত্র পদ্ধতিতে কাব্য লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
Comments: 33Publics: 108Registration: 29-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।