বসন্তের রং
বসন্তের শেষ রং ছুঁয়ে গেছে
আগুনের চোখে চোখ রেখে
লাল-নীল-সবুজ-গোলাপীর মন ধুয়ে গেছে
সোহাগ মেশানো ফাগের আবির মেখে।
শান্ত প্রকৃতি অশান্ত হয়ে পড়ে
শান্তির মিছিলে শুধুই মোমবাতি গলে
দৈন ডালে ছেঁড়া পাতা একান্তে ঝরে
মৌন প্রকৃতি নতুন কোন কথা বলে।
বসন্তের রং মিশে একাকার
গাঢ় নীল প্রেমে যমুনার কালো জলে
ব্রজবাসী দোলে অনন্তনাগে শ্রীহরিহরি বাহার
অনন্ত প্রেম জাগে শ্রীরাধার চোখের তলে।
আজকে যে দোল খেলবে হোলি রবিচ্ছায়া তলায়
বসন্তের পাখি গাইছে সুরে মনভোলানো গান
পলাশের রঙে রাঙিয়ে আবির বন কাননের ছায়ায়
দখিনা বাতাস বইছে সুরে মিলেছে দুটি প্রাণ।।
Subscribe
Login
0 Comments
Oldest