বেদনার দহনে
স্বার্থ পরের মতো চলেগেলে ও পাড়ে
ধৈর্যের সীমা ভেঙে গুমরে মরি অবিরাম।
ভাগ্যের কাছে আজ সূর্যাস্তের মত,
ধোঁয়া ধোঁয়া তোমার রেখে যাওয়া স্মৃতি।
অথৈ সাগরের দূরন্তপনা আর জোড়া ঢেউয়ের উপস্থিতি,
দীর্ঘায়িত করে তোমার স্মৃতি।
এতগুলো বছরের দাম্পত্য জীবনের কতো ঘটনা,কতো হাসি, কতো ভালোবাসা নির্জনে তাড়া করে বেড়ায় সর্বময়।
ঘুম আসে না পাশে নেই তুমি
রাত বয়ে যায় স্মৃতি কাঁদায়।
মধুর কন্ঠস্বর খানি ক্ষনিকের মধ্যে হয়েগেছে উধাও,
সূর্য ভরা সকাল আমার বেদনার দহনে ঢেকে যায় অন্ধকারে।
ঘুম আর জাগরনে রাত্রি হয় না ভোর,
জলজ্যান্ত দেহখানি তোমার মুহূর্তে হয়ে যায় নিশ্চুপ,
তোমার চলে যাবার স্মৃতি আজও আমায় করে দেয় চুপ।
ভ্রু কুঁচকে নির্জনে বেলকনিতে যখন বসতে একা, একা
কিছুটা এগিয়ে যেতেই বলতে আমায়,
এক কাপ চা হবে?
আলমারি খুলতেই খুঁজে পাই তোমার তোয়ালেটি,
মেলে ধরতেই তোমার শরীরের গন্ধে
ব্যথায় ভরে উঠে বুক,চোখের জ্বলে ভাসে ঐ মুখ।
পৃথিবীর নিয়মে আশ্রয় নিলে মাটির ঘরে,
কে জানে কতো দুরে,কতো গভীরে ঠাঁই মিলেছে অন্ধকারে?
সালমা