বৈসাদৃশ্য
বৈসাদৃশ্য
আহমেত কামাল
যেখানে বসে মা
ফুডগ্রাইন নাড়তেন
সেখানে এখন বিলাপ বাড়ির ছায়া।
কুপির আলোয় ভেসে উঠছে,, অভিন্নতা।
আমার হলুদ চোখে কাউকেই দেখছি না,,আর,
কেউ তেমন ডাকছে না
একান্ন-বর্তী কলসিতে।
বড়ো হতে হতে রক্তের সম্পর্কও যেনো বায়োস্কোপ!
বায়োস্কোপের উপর বসে ডাকছে,,,
একটা পালকহীন কাক। থেমে,,,থেমেে।
Subscribe
Login
0 Comments
Oldest