ব্যর্থতা-১২
কত সুন্দর সব বই যেন অনুভূতির সাফল্য
মনের মতো সমস্ত কিছুই পেরিয়ে গেছে আমার
সত্যের সম্মুখে দাঁড়িয়েও থেকেও আমার যেন মনে হয়
কিছু যেন একটা হারিয়ে যাচ্ছে জীবনের অধ্যায় থেকে
তবুও এটা মনে হয় আমার মন খারাপ
কিন্তু এমনটা হবার কথা ছিল না
জীবনটা অন্য রকম হওয়ার কথা ছিল মনে হয়!
ব্যর্থতাও হেরে যায় আমার বিনিদ্র রজনীর কাছে
পৃথিবীর সমস্ত পথ পেরিয়ে এখানে এসেছি আমি
অনাবিল প্রান্তরের রোদ্দুরের প্রতীক্ষায়।
Subscribe
Login
0 Comments
Oldest