ব্যর্থতা-৭২
জীবনের প্রথম হৃদয় কোথায় দিয়েছিলাম দাঁড়িয়ে!
অনতিকাল কেটে গেছে বহু কল্পনাময় বছর
মানুষগুলো অন্যরকম খবর পেয়ে ঘটনাস্থলে
অনুপস্থিত থাকে
রক্ত ঝরে বুকের ও গভীরে
কেউ খোঁজ নিতে আসে না।
গাছেদের শীর্ষ ভালোবাসা মুঠোয় ভরে
দেশে দেশে রণনীতি দাঙ্গা ছড়িয়ে পড়েছে সারা জীবন ধরে রাখতে পারিনি যা
তা হয়তো রুখতে পারবোনা কিছু
দূর থেকেও অনেক প্রিয় হয়ে গেছো তুমি।
একটি একটি করে ঝরে যায় বছরগুলো
ভালোবাসা কঠিন হৃদয়ের কাঠগোলাপ হয়ে ফোটে
বসন্তের প্রথম প্রহরে একটি ভিনদেশী পাখির গানে
হৃদয়টা শূন্য শূন্য মনে হয়।
মনের গতিতে ছুটে চলি পথ থেকে বিচ্যুত রজনী পথে। তাঁদের শহর আলোকিত হয় জোনাকিদের বাতিঘর দিয়ে
শুকনো পাতা হেমন্ত-শীতের রাত্রে দেখিনি তাকে বহু বছর! মনে হয় বহুযুগ!
তাঁর হৃদয়ের গভীরে প্রেমের সুপ্ত বীজ ছড়িয়ে
বসে থাকি দিনভর অঙ্কুরের আশায়
মাসের পর মাস যায় বছর এর পর বছর কেটে যায়
তবুও কিছু আশার আলো দাগ কাটে তাঁর হৃদয়ের অমৃত নয়ন কোঠালয়ে।