মনে রেখো, আমার কথা
নবপল্লব, তুমি হয়েছোসখা,
আমি বসন্ত-হাওয়া।
ছুঁয়ে যাব, আমি যখন, তখন,
পাব যে ভালোবাসা।
তুমি হয়েছো, সবুজ পাতা,
তুমি যে, আমার আশা।
হলুদ হলাম, তোমার জন্যে,
মনে রেখো, আমার কথা।
Subscribe
Login
0 Comments
Oldest