মা – স্বরচিত কবিতা আবৃত্তি | পারভেজ আনোয়ার

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading


আবৃত্তি ও আবহকন্ঠঃ “মা” কবি’র The Mother কবিতার অনুদিত রূপায়ন | ‘মধুর আমার মায়ের হাসি’ – পারভেজ আনোয়ার

তোমার কোলেই পৃথিবীর আলো দেখেছিলাম একদিন
তোমার হাসি-মুখখানি আমার কাছে পৃথিবী সমান
জানি না ঠিক কবে শুরু করেছিলাম ‘মা’ বলে ডাকতে,
আমাকে, এ পৃথিবী দেখাবে বলে তুমি উন্মুখ হয়ে থাকতে…!

স্মরণে নেই তোমার অসহনীয় অবাক বেদনাশ্রু
সন্তান অর্জনে নয়ন যখন ভারী অশ্রু ভারাক্রান্ত,
অথচ আপাদমস্তক অপূর্ব এক আনন্দস্রোতে ভাসতে
আমাকে, এ পৃথিবী দেখাবে বলে তুমি উন্মুখ হয়ে থাকতে…!

সামান্য আঁচড়’ও পেতে দিতে না তুমি
অসম্ভব তোমার তুলনা খুঁজতে যাওয়া,
‘মা’ বলে ডাকি, ‘মা’ বলেই থাকি ডাকতে
আমাকে, এ পৃথিবী দেখাবে বলে তুমি উন্মুখ হয়ে থাকতে…!

জীবনে হয়েছে অসংখ্য অজস্র ভুল ভ্রান্তি
‘মা’ তুমিই শুধু আদরে শুধরে দিয়েছো,
সতত’ই সঠিক পথ ধরে শিখিয়েছো চলতে
আমাকে, এ পৃথিবী দেখাবে বলে তুমি উন্মুখ হয়ে থাকতে…!

যাপিত জীবনের কঠিনতম দুঃসময়ে’ও
সম্পূর্ণ নিঃস্বার্থভাবে থেকেছো পাশে,
যা কিছু চেয়েছি, দিয়েছো তার’ও অধিকাংশ
আমাকে, এ পৃথিবী দেখাবে বলে তুমি উন্মুখ থাকো…!

এ জীবন ধন্য আমার ‘মা’ তোমাকে পেয়ে
চির নতুন তুমি, আমার জীবনে বহমান
তোমার কাছে শেখার আছে অনেক কিছু আজো…!
আমাকে, এ পৃথিবী দেখাবে বলে তুমি উন্মুখ থাকো…!

বেদনা-মলিন দুঃসহ দীর্ঘ চলার পথে
অদ্যাবধি তোমাকে একই রকম লাগে,
তোমার ঋণ স্বীকার করি অকপট, অকুন্ঠ
আমাকে এ পৃথিবী দেখাবে বলে তুমি উন্মুখ থাকো…!
__________________________________________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
[ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

1

Publication author

1
স্কুল ও কলেজ জীবনে কবিতা ও সাহিত্যচর্চার ঘনীভবন। ১৯৯৩ সাল থেকে লেখালেখি শুরু। অন্তর্জালের বিভিন্ন সাহিত্যব্লগে লিখছেন। বর্তমানে সমাজতাত্ত্বিক গবেষণার পাশাপাশি সাহিত্য, চিত্রকলা ও সংগীতচর্চা অব্যাহত। সকল কবি সাহিত্যিক বন্ধুদের'কে শুভেচ্ছা ও প্রীতি।
Comments: 13Publics: 6Registration: 04-06-2023
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।