রাজার দুলালী
রাজার দুলালী
হাকিকুর রহমান
রাজার দুলালী, যাবে গো মা আজিকে
মোর ঘরের সমুখ দিয়ে,
যাবে তো সে দোলায় চড়ে
শতাধিক সামন্ত আর সহচরী নিয়ে।
আমিও রহিব চেয়ে তার পথ পানে,
যদিওবা সে জানিবেনা তার কিছু,
তবুও হৃদয় মাঝে লয়ে আকাঙ্খা
বসিয়া রহিব, যদি ফিরে চায় কভু পিছু।
বলে দাও মাগো, আজিকে নিজেরে
সাজাইবো কোন সাজে,
এক পলক দেখিবার তরে উতলা
মনমাঝে, কি যে রিনিঝিনি বাজে।
কি হলো, মা তোমার
অবাক নয়নে, কি চাও?
তুমি তো বুঝিবেনা,
বাতায়ন কোনে দাঁড়ায়ে আমি চাহিব,
দেখিতে পারি যদি তার ছায়াটাও।
(“মিষ্টি প্রেমের কাব্য” থেকে।)
Subscribe
Login
0 Comments
Oldest