রোদের পিঁড়ি- আহমেত কামাল
রোদের পিঁড়ি
আহমেত কামাল
আরেকবার কী
আমরা বসতে পারতাম না নরম রোদের
পিঁড়ি তে?
এখনও তো আমরা রোজ রোজ জন্ম নেই একই বাসনায়, এবং আবিস্কার করি
নতুন পথ কিংবা
আলো।
তবুও আমরা কাউকেই দেখি না!
অথচ,শেষ বিকেলে -উটের ছায়ার মতো আরো
বড়ো হয়ে এসে –
দরোজায় মোটাদাগে বসিয়ে দেই
শোকের অক্ষর
কিংবা পাখি।
Subscribe
Login
0 Comments
Oldest