শনির নজর
শনির নজর লেগে শুকিয়ে গেছে শরীর
চেপেই রয়েছে ছাঁদ যেন মাথার উপর,
শরীর থেকে ওজন ছাঁদের খুবই বেশি
নড়তে চড়তে পারা চলা হচ্ছেই খবর।
সরবে কবে আগাছা লেগো মাথার উপর
কবে যেন মুক্ত হবে অক্সিজেন পাবে নাকে
অশুভ শক্তির উৎস কবে যাবেই আঁধারে
বিষাক্ত শনির দৃষ্টি দূর হবে বহুদূরে
যেদিকের বালা তুই সেদিকে চলে যাবার,
বিনীত আরজ করো এই স্রষ্টার দৃষ্টের
সকলে থাকার মত মুক্তের খোলা আকাশে
চলার আকুতি দৃষ্টে তাকিয়ে তোরই পৃষ্ঠে।
Subscribe
Login
0 Comments
Oldest