সবাই বিকোয়
সবাই বিকোয়
হাকিকুর রহমান
কেউবা বুদ্ধি বিকোয়
আর বসে বসে খায়,
কেউবা নির্বুদ্ধিও বিকোয়
আর ভালোভাবেই পাতপুরে খায়,
কেউবা কথা বিকিয়েই জীবন কাটায়
তাতো, দিব্বি কাটায়।
কেউবা জালভর্তি মাছ ধরে বিকোয়-
তারপর শাকান্ন খায়
আর ঘরভর্তি লোকগুলো
জালেতে মাছের গন্ধ শোঁকে,
কেউবা গাভীর দুধগুলোকে চিপে চিপে
শুকিয়ে ফেলে বিকোয়-
তারপর শাকালু সেদ্ধ করে খায়
যদিওবা শুকনো বকনটা শুকনোই থাকে।
কেউবা ক্ষয়ে যাওয়া শরীরটাকেই বিকোয়-
আর খরচাপাতি চালায়,
কেউবা অনিচ্ছা সত্বেও স্বপ্নগুলোকেই বিকোয়-
তারপর অনায়াসে দিনের পাট চুকোয়।
তা বিকোয়,
সকলেই কম-বেশী, কিছু না কিছু বিকোয়-
নইলে জঠরের উনুনে খড়ি দেবে কে?
Subscribe
Login
0 Comments
Oldest