সুর
কে হে তুমি, যতেক নাম তোমা, তত রাগিনী
অম্লান চিত্তে ভরি ওঠে সুর
কে হে তুমি, শতেক অশ্রুবিন্দু সাজে তোমা আখি
তুমি নহ ভঙ্গুর, প্রেমে ভরপুর
শত প্রনাম তোমা পদে, মাতঙ্গ সম রাখি;
এ হেন শান্তি সদা রহে, সদা গড়ি তোমা বলয়
তবে দাও হে মোরে, দাও শির,
আমি ভাঙিয়া রোষানল সম আমৃত্যু ডর
গড়িব এক নব শৃঙ্খল, হে বীর,
জানি কি সাধে মুহে করে ভর
চির আলয়, এ বিশ্ব ঘর না আর টুটি রবে
মোর দান নির্ঘন্ট সম লড়ে,
জানি, তোমা অনিবৃত প্রেমে হই রহে বিজয়
বিশ্বানন্তে এহরুপ গীত রহে পড়ে
নব নব সুচে যুগ তবু আনাবৃত ভয়;
কিরূপ বুঝি সে যথাযথ চাহে, তবু মৃত্যু মোর-
আমি কি ডরি অকাল অঙ্গুলি,
বীণার তার সম আমি রহি তোমা ক্ষেত্রে
সঙ্গতি রাখি অটুট চলি
কষাঘাত তবু নামুক মোহ ছত্রে ।
স্থাণঃ শ্রীরামপুর, নদীয়া
28/08/2017