সে আসে না, আমার বাড়ি
একটা তারা, জাগল আবার,
খুশীর ঝিলিক, তারও চোখে,
তোমার দুটি চোখের মাঝে,
কত না! প্রেম, জেগে আছে।
মনে আমার শূন্য বাসা,
উথলে ওঠে, বেদনাখানি,
যতই ডাকে, ভালোবাসা,
সে আসেনা, আমার বাড়ি।
রাত্রির ঠিক মাঝ আকাশে,
চাঁদ উঠলে, মনে পড়ে,
প্রেম যে, এমন মধুর হ’ল,
সে আর কবে, জানবে তাকে?
তাইতো, আমার, এই জীবনে,
তোমায় নিয়ে, একলা থাকি।
যতই না মন, তোমায় খোঁজে,
সে আসে না, আমার বাড়ি।
তারই ছায়া, আকাশ জুড়ে,
যেখানে চোখ, রাখি আমি।
ভালোবাসলে, আপন মনে,
দু’চোখ, তখন জলে, ভর্তি।
হৃদয়, তখন একা, একা,
কি আর করে, আগলে রাখি,
ভালোবাসার, এমনি সাজা,
সে আসে না, আমার বাড়ি।
আকাশে থাক, আমার সাথী,
ভালোবাসার, রাজপ্রাসাদে,
বিরহ, মিলন খেলা করি,
নিরবে আমি, তাকে নিয়ে,
যেমন, আমি চেয়েছি তোমায়,
সেই বিশ্বাস, থাক লুকিয়ে।
আমার ভুবন, তোমার মায়ায়,
সে আসে না, আমার বাড়ি।