সে নেই
প্রেম ছিলোনা, ছিলো সুখের আশ্বাস
রাত জাগা স্বপ্ন ভেঙ্গেছে,ভেঙ্গেছে বিশ্বাস
যে যাওয়ার গিয়েছে চলে,পারিনি থামাতে
তবু তার ছোঁয়া পড়েনি কখনো আমার লেখাতে।
বিষণ্ণ বিকেলে ভেবেছি তাকে,তাই লিখছি কলমে
কিছুটা মেঘের মত যদি ছড়া নামে
ছুঁড়ে দিবো তার পানে,ডাকপিয়নের খামে
জানি পৌঁছুবেনা ,তবু তৃপ্তি এই মনে
মুক্ত যেমন জানেনা,কত বেদনা ঝিনুকে
সেও বুঝেনি কতটা নির্ঘুম আমি তার অসুখে
নীল জোছনায় পুড়ছিলাম যখন তার তার দহনে
সে ছুটে চলেছিল তার আপন প্রয়োজনে
জীবনে কিছু সময় আসে হারিয়ে যাওয়ার
যে সময় প্রয়োজন নিজেকে দমিয়ে রাখার
যখন আসবে সময়,খুঁজে নিয়ে ধরে রাখার
সেটাই সে সময়, বুঝে নেবার,বুঝিয়ে দেবার