হারানো সুর
ভালোবাসার অনুভব কখনো পেয়েছো?
ঘাসবন শিশিরে পা ভিজিয়ে বা,
সমুদ্রের বালুরাশিতে পা চুবিয়ে,
বা, দূর আকাশে চাঁদের জন্য হাত বাড়িয়ে,
কিংবা ব্যালকনির সিলিংএ পা ঝুলিয়ে,
কখনো কি রবির গান গেয়েছো?
ভালোবাসার প্রাপ্তির সুখ করিনি অনুভব,
আমার মধ্যে রয়েছে ভালোবাসার অভাব।
মেটেনি তৃষ্ণা চেয়ে তোমার চোখের পানে,
বিনিদ্র চোখে প্রতিনিয়ত হারাবার ভয় আনে।
জানি হবে না কখনো আমার,
জানি ভালোবাসা হবে দূর্নিবার,
তবু ও চলুক ভালোবাসার নৌকা পাল তুলে,
আমি জানি মাঝি করবে পারাপার।
আমার নিথর কবরে দিয়ো একমুঠো মাটি,
না থেকে ও ধন্য হবো নিজ ভালোবাসার প্রতি।
যখন তুমি দাঁড়াবে ব্যালকনি,
মন হয়তো হবে খুব খারাপ,
তখন আমি চাঁদ মামা হয়ে,
তোমার সাথে করবো আলাপ।
কথা বলবো যে কথা বলা হয়নি আগে,
কথা শেষ হবে সূর্যি ডোবার আগে।
✍ দেবাশীষ।