অনাগত বৃত্ত
শিরোনাম :অনাগত বৃত্ত
২০_১০_২৩///আগন্তুক
চলেছে সময় অবিরাম ধারাপাতে,
দিনে দিনে ক্ষয়ে দুর্বল হাড়হাবাতে!
অমানবিক সমাজের মেকি মানবতা,
নানান অপারগতা লুকায় সভ্যতা!
সাধ চলার সময়ের আরো আগে,
ঘাড় ধরে আবেগে দিন রাত জাগে!
ক্লান্ত সময় চলে রকমারি বিলাসে,
মানুষ সব অপারগ নিঃস্ব বিশ্বাসে!
দৈন্যতা জগতের নীরস প্রকৃতির,
বার্ধক্যে নিরাশ কোথা স্বর্গ নরক!
গাছপালা পশুপাখি ধুধু নদী তীর,
বিবেকের মানবতা মানুষিক রোগ!
বিগত কাল অনাগত প্রজন্মে শিশু,
কি তার অধিকারে জীবনের ভোগ!
সময়ের কাল সঙ্কুচিত সমাধান আশু,
সকলে সবকিছু চাই কেউ অপারগ!
কাল ঘাম ছুটে যায় বিলাস তাগিদে,
দেয় কাকে ফাঁকি আসলে কে জানে!
অন্ধকার আলো কোন সে অনুরাগে,
নেই কেউ আপনার পর সময়ের মনে !!