অপরাজিতা নায়িকা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

তুমি সেই অপরাজিত নায়িকা
অবগুণ্ঠন হৃদয়ের অবকণিকা।
হর্ণ বিলস্ -এর কঠিন পরিশ্রমে
অফুরন্ত অবমাননা অবসন্ন।

তুমি সেই অপরাজিতা নায়িকা
অবগাহন চৈতালী সুরের হৃদকণিকা।
পিপিলিকার জীবনের ইতিহাস
আমারি লেখার বিষাদ সিন্ধু।

এ জীবন হয়েছে বিলীন
বিলম্ব নেই কখনো প্রবৃত্ত আশায়;
বিনতি নেই মনের’ই ভাষায়
আছে শুধু প্রেম অন্তরে গাথায়।

তুমি মোর জীবনের রেণু
বিদ্ধান পরিপ্লুত কল্পনার
দেয়ালে নারী ঐশি;-
পরমাণু পয়মন্ত তুমি হিতোষিনী।

তুমি সেই মহিয়সী নারী
বিধাতার কৃপায় তুমি গরিয়সী।
তুমি এক অপরাজিতা নায়িকা
সুন্দর ফুলের অপরূপ শোভা।
তুমি এক অপ্সরা নারী
পাতালপুরীর সুন্দরী পরী।

০৫/১০/২০২১

0

Publication author

2
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 555Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।