পৃথিবী হারিয়ে যাচ্ছে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

পৃথিবীর শোকে চির ধরেছে মাটির বুকে

জ্বলছে আগুন বৃক্ষ লতায়,

প্রকৃতির সম্রাট ইতিহাসের পাতায়।

পাহাড় – পর্বত সমুদ্র  সৈকত,

চলছিলো  একই ধারায়

হঠাৎ তারা থমকে দাঁড়ায়।

নদী কূলে কাশবনে নেই কোনো সুখ তারা,

পৃথিবীর চোখে ঝড়ে  অশ্রু ধারা।

মাকড়সার জালে কোনঠাসা  জানালার পর্দা,

দাঁড়িয়ে আছে বৃষ্টি  করাবে স্নান।

এলো নির্বিকার  রাত,

পৃথিবীর বুক  থেকে ঝরছে বিষাদ।

পৃথিবীর  মাঠে -মাঠে গাংচিলের লাশের

ছাই,

প্রতিটি নিঃশ্বাসে ছড়িয়ে যায়

তবুও  সকলে বাঁচতে চায়।

সমুদ্র  গভীর রাত্রিরে জেগে আছে

ধূ -ধূ অন্ধকারে অনেক দূরে  আঁকাশ  ছোঁবে,

শিশির ভেজা নতুন প্রভাত

রাত শেষে আসবে ভোরে।

পৃথিবীর  মনের জটিল অবস্থায়

বড়ো অসহায় প্রকৃতির চারিপাশ,

মাথার বালিশ চুলের ডগায়  জরানো

অবহেলা আমন্ত্রণ জানায়  সারা বেলা।

অতিব্যস্ত মানুষ গুলো তালপাতার

ঢেউয়ের খেলায় মশগুল।

ফাঁদ থেকে ফাঁদে অচেনা বিপদে,

পৃথিবী  হারিয়ে যাচ্ছে

পৃথিবীর  বুকে,

প্রকৃতি কাদঁচ্ছে  তারি  শোকে।

 

 

সালমা

,

0

Publication author

offline 2 years

Salma

0
Housewife.passionate about writting and cooking.
Comments: 0Publics: 22Registration: 06-11-2021
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে