অপেক্ষা
212 total views
অপেক্ষা
হাকিকুর রহমান
ছাড়িয়া গোত্র, কাড়িয়া মিত্র
বিমূর্ত ধরাতলে
করি বিভক্তি, ছাড়ি আসক্তি
চেতনার বেড়াজালে।
কহি ব্যঞ্জনা, সহি গঞ্জনা
ত্রিমুখী যাতনায়
মাপি নিক্তিতে, চাপি উক্তিতে
গতস্য শোচনায়।
কাহারে বলি, কোন পথে চলি
খুঁজিয়া পাইনা দিশা
আঁধারের কোলে, দিবা গেলো ঢলে
ঢাকে ঘন অমানিশা।
নিষ্কৃতি করি, বিবৃতি ধরি
চলমান রহি বটে
সমীক্ষায় সহি, অপেক্ষায় রহি
তটিনীর ঘোলা তটে।
Subscribe
Login
0 Comments