প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

 464 total views

কল্পিত রাজ্যের বুকে,
তুমি নিয়ে এসেছ অপরিচিত কিছু উদ্দেশ্য,
যা সাফল্যময় করার তাড়না আমার খুব প্রিয়।
ঐ কাঁটাময় পথে আমি ভয় পাই না,
কারন, সপ্তর্ষির আলঙ্কারিক প্রতিরূপ এর মতো আমি অস্থির,
আমার লক্ষ্য পূরণে।
অজান্তেই-
স্পর্শহীন গহীনতায় তুমি আমি হারিয়ে যাচ্ছি,
ঐ পথবিমুখ হওয়া আমাদের কল্পনার অতীত,
এমন মনে হয়।
আমি কখনো চাই না অন্তহীন পথের অন্ত হউক তোমার আমার।
চেয়ে দেখ আমাদের যাত্রার পথে,
যতই এগুচ্ছি সংকীর্ণতা যেন সরলতায় পরিণত হবে এমন আশ্বাস দিচ্ছে।
তবে একটা ব্যাপার জানো –
এই অন্তহীন যাত্রাপথে,
তোমার আমার পদচিহ্নগুলো সাক্ষী দিবে আমাদের ভালোবাসার গভীরতা কতটুকু?

0

Publication author

0
আমি ভাবুক প্রকৃতির, সদালাপী এবং প্রকৃতি প্রেমী। আমি আমার মনের ভাষা লিখার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছি মাত্র। নিজের এবং পারিপার্শ্বিক ব্যক্তিমনের চিন্তাজগতের উপস্থাপন কবিতার মাধ্যমেই প্রকাশ করতে খুব ভালোবাসি।
Comments: 1Publics: 7Registration: 16-06-2022
প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। (সহজেই কবিকল্পলতা প্রকাশনী ব্যাবহারের জন্য আমাদের এপ্লিকেশনটি ইন্সটল করে নিন)