অমোঘ বাণী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

অমোঘ বাণী
হাকিকুর রহমান

কী প্রশান্তি, কী মমতা, কী অনুভূতি
কিসের সংকেত, কিসের দিশা, কিসের ভবিষ্যৎ বাণী-
প্রকাশ করতেই হৃদয় হতে উদগত হয় বিচ্ছুরিত আভা।

অনাবিল, অনিঃশেষ, অনুপম-
সে এক অমোঘ বাণী,
নিঃসৃত হয়ে শিরায় শিরায় প্রবিষ্ট হয়।

মিশে যায়, মিশে যায় প্রতিটি রক্ত কণিকায়,
খেলা করে সব চেতনাকে একীভূত করে
হৃদয়ের অভ্যন্তরে-
নির্দেশ প্রদান করে স্বাধীকার থেকে স্বাধীনতার,
নির্দেশ প্রদান করে হাতে হাত ধরে কাজ করবার,
নির্দেশ প্রদান করে যার যা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়াবার,
নির্দেশ প্রদান করে কারও কাছে নতি স্বীকার না করার,
নির্দেশ প্রদান করে জুলুম ও জালিমের বিরুদ্ধে প্রতিবাদ করার,
নির্দেশ প্রদান করে দেশ মাতৃকার তরে প্রাণ পর্যন্ত উৎসর্গ দেবার ….
আর তাহা ধ্বনিত-প্রতিধ্বনিত হয়ে ঘুরে ফিরে
সারা বাংলার আকাশে বাতাসে।

যাকনা বয়ে শত বছরের ঢেউ, সেতো শানিত হতে থাকবেই
আর আশা জাগাবে, প্রতিটি শোষিত, নিপীড়িত, আর্তের প্রাণে।

(“বঙ্গবন্ধু” কাব্য থেকে।)

0

Publication author

1
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।