অয়ন্তিকা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

অয়ন্তিকা
কলমে- সুব্রত পন্ডিত
সংকলন- এলোকেশী

অয়ন্তিকা ঘরের ছটপটে লাজুক মেয়ে- আমাদের আদরের মা।
কেউ ডাকে উমা কেউ ডাকে শ্যামা কেউ আদরে ডাকে নীলিমা।
বুড়িমা সোনা মা খুকু-মামনি ডেকে- কোলে আদর করে জন্মদাত্রী মা।

ওই মেয়ের লাগি উথাল পাথাল মর্ত্য থেকে স্বর্গ করজোড়ে নমো নমঃ।
সকল দেবতার প্রার্থনায়- বিধিবাম নিবারণে তেজস্বিনী আবির্ভূত তৎসম।
রাজ সিংহাসনে অধিষ্ঠিত স্বর্গ বিজয়ী বাহুবলী মহিষাসুর থরোহরি কম্পমান।
যুদ্ধে দাম্ভিক পৌরুষের পতনেই প্রতিষ্ঠিত- নারী শক্তি পুরুষত্ব হতে অম্লানে মহান।
একই ঘটে শুভ অশুভ শক্তি পূজিত হন, বিবর্তিত হয় রাত দিনে দান প্রতিদান।

অয়ন্তিকা সেজেছে রাই আর ভয় নেই সুন্দর নির্মল প্রেমে স্নিগ্ধ বাতাস।
বিপদে অয়ন্তিকাই মহিষাসুরমর্দিনী, দুর্গতিনাশিনী- প্রেমিকের তরে দোলায় কাশ।
অয়ন্তিকা নামটিতে ডেকে অয়ন্তিকার হাসি মুখের সুন্দর বহিঃপ্রকাশে মিটে মনের আশ।
অয়ন্তিকা শব্দটি ন্যায়ের প্রতীক সত্যের প্রতীক উচ্চারণে লাগে অতিব দীর্ঘ শ্বাস প্রশ্বাস।
অয়ন্তিকার সীমা রেখা নেই, অয়ন্তিকা অনেক অনেক বড়ো হবে এটাই দৃঢ় বিশ্বাস।।

দুর্গার শান্ত রূপ অয়ন্তিকা- কমলে কামিনী জগজ্জননীর মনে লীলাময় রাস।
জ্ঞানদায়িনী অদূর-দর্শিণী অগ্রগামিনী অয়ন্তিকা- ঘরে বাইরে শান্তির উৎস- আত্মবিশ্বাস।।

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 37Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।