অরাজকতা
অরাজকতা
ভয়ঙ্কর সৌন্দর্যের এদেশ!
অপার সম্ভাবনা । তবুও
এখানে ক্ষুব্ধ প্রতিবেশ।
প্রকাশ্য দিবালোকেই
গণটিটুনিতে মরে
নির্দোষ মানুষ।
গুম, খুন, হত্যা নিত্য
সবার জন্য উন্মুক্ত।
প্রতিবাদহীন বাস্তবতা
সুযোগ সন্ধানীরা উন্মত্ত।
এখানে সম্ভাবনার রেণুরা
ঝরে যায় মুকুরে।
কেউ জানবে না কোনদিন
কী তাদের অপরাধ?
তেমনি এক নারী
তসলিমা রেণু।
বাজিয়ে জীবন বেণু
জনারণ্যেই নিসঃঙ্গ,
নির্দয় নিহত হলো ।
দোহাই আপনাদের
গুজবে দিবেন না কান,
শুধু আস্তে করে কেউ বলুক
তুমি ছেলেধরা; ব্যস!
প্রকাশ্য দিবালোকেই
পেয়ে যাবেন গণধোলাই
শেষে মৃত্যু…………..
খুনীরা থেকে যাবে অধরা।
মেয়েকে ভর্তি করাবেন,
গেলেন স্কুলে, কেউ একজন
বলে উঠলো ছেলেধরা……….
অমনিই জুটে গেল
এক দঙ্গল উন্মাদ!
শুরু হলো বেধড়ক পিটুনি,
অমানবিক; বুনো উন্মাদনা,
শুধু বাকহীন চেয়ে থাকার
অপাপবিদ্ধ অভিনেত্রী রেণু।
দর্শক নির্বোধ। শত শত মানুষ
প্রকাশ্য দিবালোক দেখলো
এক অসহায় নারীর করুণ
আর্তনাদ! মৃত্যু মৃত্যু খেলা।
আকুতি ছিল,
তারও আছে সন্তান;
লেখাপড়া জানে,
সম্ভ্রান্ত, পরিপাটি
ছেলেধরা নয় সে,
ভালো ঘরের মেয়ে।
তবুও মেলেনি মুক্তি,
অতি উৎসাহী যুক্তি।
ছেলেধরা নারী
সাজাতো প্রাপ্য তারই!
আজ সেই দিন,
মৃত্যু দিয়েই শোধিত
হোক জীবনের ঋণ্।
শ্যামল ছায়ার এই দেশে
আবেগে কেটে যায়
আমাদের প্রতিদিন।
কখন জুটে ক্ষণ অর্বাচীন;
কোন গ্যারান্টি নেই বটে,
কখন যে কি ঘটে?
তুমি আমি আর সে
মানে আমরা সকলে,
স্বাধীনতায় পরাধীন।
Subscribe
Login
0 Comments
Oldest