বঞ্চিত অধিকার” –মোঃ রহমত আলী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

বঞ্চিত অধিকার –
===============
মোঃ রহমত আলী
=================
সংসারে সবই আছে মোর,
আমি শুধু হতে-
পারলুম না কারো আপন।
বঞ্চিত আমি পারিবারিক
সমাজে কলুষিত অধিকারে,
সকলের সনে-সনে তুচ্ছ
করিয়াছে আমোরে
সামাজিক রীতি,
বঞ্চিত অধিকার রয়েছে
আমোর পরিবারে বন্দী।

এককালে মোর ক্ষুধার্ত দেহ,
অসহায় পরিণাতে এ ভবে
ঘুরছিল আশাবাদে।
কেহ! নাহি দিলো তবে
সাহসা মোরে আপামনে।
এক শিশু মোর
পরিণত শুনে অনুভূতি
দিলে মানবতার বন্ধুরে।
আর সবে বন্ধু আমা
মশকরা করি-লো পরিণাত
আমা, তামাশা করে
হেয়ালিতায় সাজাই-লো
আমা মাজবুরি, এইতো
বঞ্চিত অধিকার। ণা-কী !

===১৮-১২-২০০২===

0

Publication author

offline 1 year

mdrahmatali

2
আস্সালামুআলাইকুম
mdrahmatali566.blogspot.com
Comments: 5Publics: 47Registration: 04-01-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে