অরূপ রাত্রির তৃতীয় প্রহর
চিরন্তন অন্ধকারের সাদা উল্কি পড়ে
নির্জন রাতের অস্পষ্ট উপকথায়।
তোমার প্রতারণার নকশায় জড়ানো ইন্দ্রজাল,
অবিনশ্বর ধ্বংসের অর্ঘ্য সাজিয়ে
সন্তাপের শবযাত্রায় পোশাকহীন একাকী পথিক।
নির্ঘুম ইটের দেয়ালে ঠেকে যায় শূন্যতার প্রাচীন স্মৃতি,
ধূসর ঘ্রাণে ঢাকা বেদনার নিঃশ্বাসে
বৈদিক বিস্মৃতির গন্ধ লেগে রয়ে যায়;
অসীমতার জীর্ণ ছায়ায় মিলিয়ে যায়
সেই অনন্ত কষ্টের পঙক্তি।
তবু সবুজ কুটিরে নৈঃশব্দ্যের প্রহরীরা
অচেনা সেই দীর্ঘ রাত্রির মাঝেই
শূন্যের কোলাহলে খুঁজে ফেরে
অবিকল এক ভগ্ন স্মৃতির অবশিষ্ট ছায়া,
যেখানে অশ্রুধারায় সিক্ত হয় অন্তর্হিত সত্তা।
Subscribe
Login
0 Comments
Oldest