অশান্ত পরিবেশ
134 total views
কালবৈশাখী ঝড়েতে
চারিদিকে অশান্ত পরিবেশ
ঘরবাড়ি গাছপালা সব
ভেঙে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
পথের ধারের গাছগুলি
রাস্তার উপর পড়েছে
যাতে বাসা বানিয়েছিল
কত পাখির দল।
পৃথিবী অশান্ত হয়েছে
খেলছে ধ্বংসের খেলা
ধূলিসাৎ করে দিচ্ছে
শান্ত পরিবেশ কে।
অসহায় জীবনের চিএ
না বাঁচার আশা
করে তুলেছে মৃত্যুর মুখোমুখি
চলছে ধংসের লীলা।
ধ্বংসের শেষে বিজয় পতাকা
উড়ছে দিগ-দিগন্ত জুড়ে
দেখছে বাঁচার আশা
নতুন জীবনের এক চিএ।
০৬/০৫/২০২০
Subscribe
Login
0 Comments