অসুখ
266 total views
অসুখ
সায়ন কুমার সিংহ
আমার আঁকা সব ছবি
কেন একলা হয়ে যায়?
আমার দুচোখ কেন শুধু
তোকেই খুঁজে পাই?
কেন আমার হাতের রেখা
তোর নাম লিখে যায়?
কেন আমার বোকা মন
শুধু তোরই হতে চাই?
আমি জানি তুই ব্যস্ত অনেক
অনেক লোকের ভিড়ে
তবু কেন মন বলছে বল,
তুই ঠিক আসবি আবার ফিরে!
ফুরিয়ে যাওয়া চোখের অসুখ
আসছে আবার চলে
ঝরা পাতারা ফিরছে আবার
সে কোন জাদুবলে!
রাত্রি শেষের হাওয়ার ভেতর
আসছে তোর সেই গন্ধ
আমি জানি তুই তাকাবি না আর
তাই রাখছি চোখ বন্ধ
জীর্ণ শহর। ফ্যাকাসে আকাশ
তাও দেখছি তোরই মুখ
আমি জানি ভাল করেই
প্রেম নয় এ এক অসুখ।
Subscribe
Login
0 Comments