অস্পর্শী ভাবনা গুলো
198 total views
এই বির্বণ রাতের আধাঁরে কতো স্মৃতিই ফিরে এসে
কড়া নাড়ে দরজার ওপারে।
অন্তরে জমা লাল নীল কষ্ট গুলো আর সাই দেয় না
দরজা খুলে দেখতে, ওপারে কে!
ঘুমহীন রাতে বিষণ্ণ মনের ভাবনাগুলো
রাতকে করে তুলে দীর্ঘ থেকে দীর্ঘতর।
ছাদ, বাঁকা চাঁদ, রুপালী আলো, দখীনা বাতাস
সোনালী ধান, সবুজ প্রান্তর, গোধূলির লাল
পাড়ারের উচ্চতা, ঝর্ণার কলতান, সাগরের নীল
কোন কিছুই আর স্পর্শ করে না অন্তর।
Subscribe
Login
0 Comments