আউলা ঝাউলা বাদলা বাতাস !
আউলা ঝাউলা বাদলা বাতাস আছাড় পিছাড় খায়
রূপকুমারী – গুমোর ভারী – দুইল্যা মুখ বেঁকায় !
নাকের নোলক দোলক দোলক – শোলোকবালা মাইয়া –
বাদলা ম্যাঘের কাজলা চুলে ফ্যালাস আসমান ছাইয়া – !
ওমনধারা হাসিস ক্যানে ম্যাঘনা নদীর ঘূর্ণী –
পানির কথা পানি জানে – আমার পরান শূন্যি !
জলকুমারী কুমির হইলি – গহীন গাঙে ডাকো
পিরান ছেঁড়ে পরানডারে ঢেয়ের আগায় রাখো
ডাগর ডোগর নয়নে তোর দূর দরিয়ার ডর
রূপকুমারী – দেমাক ভারী -ভাঙলি সুখের চর
আসলি যদি – ভাসলি যদি – ডুবালি নাওখানা
চল ভাসি যাই দেখতে তো চাই – রূপের ও হাটখানা !
Subscribe
Login
0 Comments
Oldest